সহস্রধারা ট্রেইলঃসীতাকুণ্ড
আহমাদ যুবায়ের ২০১৭ সাল,সেপ্টেম্বর মাস।ভরা বর্ষার অন্তিমকাল।ঈদের ছুটি গুলো নষ্ট হচ্ছিলো অলস বসে বসে। যখন কাউকেই রাজি করানো যাচ্ছিলো না, তখন হঠাৎ ফোন আসলো বন্ধু আতিকের নাম্বার থেকে।গন্তব্য সীতাকুন্ড,সহস্রধারা ঝর্ণা। একদিনের ট্যুর।ট্রাভেলিং আর ট্রেকিংয়ের ছোট ও সহজ কম্বিনেশন।রাতে সব কিছু ঠিক করে পরদিন সকালে আমি, আতিক, ফারুক আর আমানাত উপস্থিত হলাম চট্রগ্রামের অলংকারস্থ বাস স্টেশনের সামনে। এখানে থেকে যেতে হবে সীতাকুণ্ড ছোট দারোগাহাট।কন্ডাকটরকে বলে রাখলে সেই নামিয়ে দিবে। ছোট দারোগাহাট নেমে আমরা রাস্তার পূর্বদিক (রাস্তাপার হতে হবে) হতে সিএনজি নিলাম।বর্ষার সময় হওয়ায় সিএনজি পরীর দিঘীর পার পর্যন্তই যেতে রাজি হলো, এরপরের রাস্তা গাড়ি চালানোর উপযুক্ত না।পরীর দিঘীরপার হতে কথা বলতে বলতে আমরা হাটছিলাম পাহাড়ে ঘেরা বৃষ্টিস্নাত ট্রেইল ধরে। পরীর দিঘী পারের রাস্তা ২০ থেকে ২৫ মিনিট মধ্যম ট্রেকিং করেই পৌছে গেলাম সহস্রধারা থেকে নেমে আসা পানি থেকে সৃষ্ট হ্রদ যা তৈরী হয়েছে পানি উন্নয়ন সমিতির দেওয়া সহস্রধারা বাধের ফলে।ভরা বর্ষায় যখন হ্রদের পানি টইটম্বুর অবস্থা তখন এই বাধ খুলে দেওয়া হয়...