পোস্টগুলি

2020 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পূরণ হলো মেঘনা নদীতে নৌ ভ্রমণ

ছবি
আহমেদ যুবায়ের ৫ই অগাস্ট ২০২০ইং। অফিস কলিগ পরাগ ভাইয়ের সাথে প্রথম ফিল্ড ওয়ার্কের তারিখ পড়লো। স্থান নারায়ণগঞ্জ মেঘনাঘাট ও এর আশপাশ ৫ কিলোমিটার পেড়িফেরা। নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের কিছু অঞ্চল এর অন্তর্গত।মেঘনা নদীর তীরে জেগে উঠা একটি চরে গড়ে উঠেছে কয়েকটি পাওয়ার প্ল্যান্ট। ঢাকা থেকে সরাসরি গাড়ি নিয়ে ডেমরা-স্টাফ কোয়ার্টার-মদনপুর হয়ে মেঘনাঘাট আসা লাগে। ঢাকা থেকে সরাসরি মেঘনাঘাট অব্দি লোকাল গাড়ি না থাকলেও মদনপুর কিংবা সোনারগাঁ পর্যন্ত আছে। এখান থেকে বাস কিংবা সিএঞ্জি নিয়ে মেঘনাঘাটে আসা যায়। ঢাকার যান্ত্রিক কোলাহল থেকে মুক্তি পেতে একটু শান্তির পরশ নিতে সহজেই এখানে আসা যায়। যদিও স্থানটি কোন পিকনিক স্পট না তারপরও যারা আশেপাশে থাকেন তাদের জন্য মেঘনা নদীতে নৌ ভ্রমণ এখান থেকে খুব একটা খারপ হবে না।প্রথমবার অবশ্য এই সুযোগটা হয়ে উঠেনি।  আমাদের গাড়ি মেঘনাঘাট হয়ে মূল প্ল্যান্টে ঢুকলে এখানের কাজ গুছিয়ে নিয়ে পরাগ ভাই নিয়ে গেলেন মোগরাপাড়া বাজার হয়ে মোগরাপাড়া ব্রিজ ফেলে তাহেরপুর পাঁচানীবাজার। এই জায়গাটা সোনারগাঁ উপজেলার নারায়ণগঞ্জ শহরের একটি গ্রাম। শহরের আভা এখনো এখানে প্রবেশ করেনি বললেই চলে। পাঁচানি বাজ...

মহেরা জমিদার বাড়ি

ছবি
আহমেদ যুবায়ের সময়টা ২০২০ সাল নভেম্বর ১০। করোনা মহামারীর জন্য সব ধরনের ট্যুর এন্ড ট্রাভেলিং বন্ধ। কিন্তু অফিসিয়াল কাজ কর্মের জন্যই ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিবেশগত প্যারামিটার পরিদর্শনে বের হয়েছিলাম গালিব ভাইয়ের সাথে। অফিসের একমাত্র গার্লিভার! দুইদিনের কাজের প্রথমদিন খুব টেনে কাজ করায় দ্বিতীয় দিন কাজের চাপটা একটু কমই ছিলো বলতে হয়। টাঙ্গাইল থেকে ফিরতি পথে আমাদের শেষ লোকেশন ছিলো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক নাটিয়াপাড়া জামে মসজিদ, এর থেকে কিছু দূরেই অবস্থিত নাসির গ্লাস ফ্যাক্টরি। হাতে তখন প্রচুর সময় ঢাকায় ফিরে যাওয়ার জন্য। আমার ভিতর চলছিলো টাঙ্গাইল ঘুরে ফিরে দেখার কথা তাই আসেপাশে কি আছে সেটাই দেখছিলাম গুগল ম্যাপে আর  পেয়ে গেলাম নাটিয়াপাড়া মসজিদ থেকে রাস্তার অপর পাশে মহেরা পিটিসি রোড হয়ে মাত্র দশমিনিটের রাস্তায় মহেরা জমিদার বাড়ীর অবস্থান। মহেরা জমিদার বাড়ি   স্পেনের করডোভা নগরীর আদলে জমিদার বাড়ীটি প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাধীনতা যুদ্ধে পাকবাহিনী মহেড়া জমিদার বাড়ীতে হামলা করে এবং জমিদার বাড়ীর কূলবধূ সহ পাঁচজন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। পরবর্তীতে তারা লৌহজং নদীর নৌপথে এ দেশ ত্...