পূরণ হলো মেঘনা নদীতে নৌ ভ্রমণ
আহমেদ যুবায়ের ৫ই অগাস্ট ২০২০ইং। অফিস কলিগ পরাগ ভাইয়ের সাথে প্রথম ফিল্ড ওয়ার্কের তারিখ পড়লো। স্থান নারায়ণগঞ্জ মেঘনাঘাট ও এর আশপাশ ৫ কিলোমিটার পেড়িফেরা। নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের কিছু অঞ্চল এর অন্তর্গত।মেঘনা নদীর তীরে জেগে উঠা একটি চরে গড়ে উঠেছে কয়েকটি পাওয়ার প্ল্যান্ট। ঢাকা থেকে সরাসরি গাড়ি নিয়ে ডেমরা-স্টাফ কোয়ার্টার-মদনপুর হয়ে মেঘনাঘাট আসা লাগে। ঢাকা থেকে সরাসরি মেঘনাঘাট অব্দি লোকাল গাড়ি না থাকলেও মদনপুর কিংবা সোনারগাঁ পর্যন্ত আছে। এখান থেকে বাস কিংবা সিএঞ্জি নিয়ে মেঘনাঘাটে আসা যায়। ঢাকার যান্ত্রিক কোলাহল থেকে মুক্তি পেতে একটু শান্তির পরশ নিতে সহজেই এখানে আসা যায়। যদিও স্থানটি কোন পিকনিক স্পট না তারপরও যারা আশেপাশে থাকেন তাদের জন্য মেঘনা নদীতে নৌ ভ্রমণ এখান থেকে খুব একটা খারপ হবে না।প্রথমবার অবশ্য এই সুযোগটা হয়ে উঠেনি। আমাদের গাড়ি মেঘনাঘাট হয়ে মূল প্ল্যান্টে ঢুকলে এখানের কাজ গুছিয়ে নিয়ে পরাগ ভাই নিয়ে গেলেন মোগরাপাড়া বাজার হয়ে মোগরাপাড়া ব্রিজ ফেলে তাহেরপুর পাঁচানীবাজার। এই জায়গাটা সোনারগাঁ উপজেলার নারায়ণগঞ্জ শহরের একটি গ্রাম। শহরের আভা এখনো এখানে প্রবেশ করেনি বললেই চলে। পাঁচানি বাজ...