পোস্টগুলি

মার্চ, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

গন্তব্য যখন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা

ছবি
আহমেদ যুবায়ের   অফিস থেকে ফোন দিয়ে বললো ভারতীয় পরিবেশ পরামর্শক দল ঢাকায় আসছে একটা প্রজেক্টের ডাটা আর স্যাম্পল কালেক্ট করা লাগবে। আপনার সাথে যাওয়া লাগবে।গন্তব্য সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার আওয়াতাধীন একটি সনামধন্য কোম্পানির প্ল্যান্ট। ২০২১ সাল , ২০ মার্চ। ঢাকা থেকে রাওয়ানা হলাম সিলেটের উদ্দেশ্যে। আমাদের সাথে ছিলো আব্দুর রব ভাই , সিলেটে বহুবার তার আনাগোনা হয়েছে বিধায় অদ্যপ্রান্ত মুটামুটি সে ভালোই বুঝে। আমাদের সাথে কাঁচের স্যাম্পলিং বোতল থাকায় গাড়ি খুবই ধীর গতিতে চালানোর নির্দেশ দিয়ে রেখেছিলাম। সিলেট মূল শহরে ঢুকার জন্য আমরা বাঁছায় করে নিলাম ঢাকা - মৌলুভীবাজার / ঢাকা - শ্রীমঙ্গল সংযোগ সড়ক রাস্তাটিকেই। মৌলুভীবাজারে - শ্রীমঙ্গল সড়ক দিয়ে যাওয়ার সময় মনকাড়া সব দৃশ্য সকলের চোখে পড়তে লাগলো যার মধ্যে জুম চাষের জন্য ( পাহাড় পুড়িয়ে মাটিকে চাষ উপযোগী করার নাম জুম চাষ ) তৈরী করা উঁচুনিচু পাহাড়ের ঢালে আনারস বাগান উল্ল্যেখ যোগ্য। এছাড়া চা বাগান তো ছিলোই সর্বত্র।...