পোস্টগুলি

2021 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পুরনো ঢাকার অলিতে গলিতে

ছবি
আহমাদ যুবায়ের সেই যে শুরু হলো করোনার ভাইরাসের তান্ডব জন-জীবন প্রায় ওষ্ঠাগত। এর ভিতরে যারা পেড়েছে টুকটাক ঘোরাফেরা করে নিয়েছে ঠিকই। চট্টগ্রামে থাকা অবস্থাই বন্ধ পেলেই ঘুরতে বের হয়ে যেতাম কিন্তু ঢাকা আসার পর সেটা আর হয়ে উঠে না। একদিনও যদি হাতে থাকে চিটাগং চলে যায় আপন মানুষগুলোকে একটু দেখবো বলে। যাই হোক অনেক ইচ্ছে ছিলো পুরান ঢাকার অলিতে গলিতে ঘুরবো সারাদিন। কিন্তু কিছুতেই সময় আর সুযোগ দুটোকে এক থলের ভিতরে আনা যাচ্ছিলো না।  ১৫ই অক্টোবর ২০২১ সাল। সেই মোক্ষম সময়টি পেয়ে গেলাম অনেক তদবির করার পর! তদবির করছিলাম ইউনিভার্সিটির এক ছোট ভাইকে। নাম সামিন। সেও আবার তার অফিসের কলিগদেরকে সময় দিয়ে রেখেছিলো কিন্তু শেষ পর্যন্ত সেটা পেছালো হইতো আমার জন্যই!!! সমস্যা হচ্ছে আমিও কিছু চিনি না আর ছোট ভাই সামিনও কিছু চেনে না। গুগুল বাবার উপর আস্থা রেখে ছোট ভাইকে বললাম তুমি পল্লবি থেকে একটা বাইক নিয়ে চকবাজার শাহি মসজিদের সামনে চলে আসো আমি বাড্ডা থেকে আসছি।  কথা মতো চকবাজার শাহি মসজিদের সামনে এসে পৌছালাম ঠিক সাড়ে দশটার কিছু পরে। এসে দেখি ছোট ভাই এখনো এসে পৌছায়নি। মসজিদের আশপাশ ঘুরতে ঘুরতে দেখি মূল গেইট খোলা...